সিয়াম সাধনার পবিত্র এই মাসে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে নিয়ে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে গ্রীন সিটি গ্রামার স্কুল। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকা একত্রে মিলিত হয়ে ইফতার করেন।
২৪ শে মার্চ (২৩ এ রমাদান) সোমবার,গ্রীন সিটি গ্রামার স্কুলের অডিটরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য বিদ্যমান থাকার জন্য বিশেষভাবে দোয়া করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: আদিব চৌধুরী । তিনি তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব ও ফযিলত তুলে ধরেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সোহান আলী, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষিকা রুপা আক্তার, সিনিয়র শিক্ষিকা সাবিনা আক্তার ,সিনিয়র শিক্ষিকা বাবলি তানিসা, সিনিয়র শিক্ষিকা আফসানা আক্তার,সহকারী শিক্ষক আফজাল হোসেন, সহকারী শিক্ষকা আয়শা আক্তার, ধর্মীয় শিক্ষিকা ফাতেমা বেগম, সহকারী শিক্ষকা রাজিয়া আক্তার,সহকারী শিক্ষক – শাওন সরদারসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা মন্ডলী ও অভিভাবকবৃন্দ।