শিক্ষার্থী আরিফুল নির্যাতন: শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা : মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলামকে হত্যা ও গুম করার উদ্দেশ্যে অমানবিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। গত বৃহস্পতিবার ৩০ মে দুপুরে শহরের পলাশগড় এলাকায় ছোটগড় মোড়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, পৌরসভার কাউন্সিলর এমদাদুল হক জীবন, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মার্জিয়া প্রমুখ। এসময় বক্তারা নির্যাতনকারী ব্যাক্তিকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছে গেলে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন সংসদ সদস্য।
উল্লেখ্য, গত ২৮ মে বিকেলে নাঈম হাসান নামে এক ব্যক্তি আরিফের অটোগাড়ী ভাড়া করে বগাবাইদ এলাকায় নাঈম হাসানের ভাড়া বাসায় নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে। এসময় শিক্ষার্থী আরিফুলের হাত পা বেধে টাংকের ভিতর রাখে। পরে আরিফের ডাক-চিৎকারে বাড়ীর আশে পাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আরিফের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।