শিখন ঘাটতি নিরসনে শিক্ষকদের ভুমিকা বিষয়ক অবহিতকরণ সভা

??????????

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিখন ঘাটতি নিরসনে কার্যকরী কৌশল এবং শিক্ষকদের ভুমিকা বিষয়ক অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন। রবিবার এম্পাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নের উপজেলা রিসোর্স সেন্টারে এ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। হেমপেল ফাউন্ডেশনের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পে এডভোকেসি পার্টনার হিসেবে কাজ করছে গণসাক্ষরতা অভিযান। প্রকল্পটি মাদারগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিরাময়মূলক শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে শিখন ঘাটতি নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান। সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আবুজ্জোহা, টেকনিক্যাল কর্মকর্তা আবু নোমান সরকার, আরিফুন্নাহার, মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক প্রমুখ।