শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

Oplus_0

নিজস্ব সংবাদদাতা ; স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, আনিসুর রহমান বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক প্রমুখ। এসময় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের উপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর- রুনিকে নির্মমভাবে হত্যা। বিগত ১৭বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা,নির্যাতন নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনার বিচারের দাবি জানান। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।