শেরপুরের উন্নয়নে প্রেস ক্লাবের আয়োজনে রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময়

শেরপুর সংবাদদাতা ; শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পিপি, জিপি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলার উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাকন রেজা। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং পিপি, জিপি ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে পিপি আব্দুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আশরাফুন নাহার রুবি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কামরুল হাসান, সাইফুল ইসলাম মানিক, সুলতান আহমেদ ময়না, লালন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. জাহিদ আনোয়ার, জামায়েত নেতা গোলাম কিবরিয়া ও মো. হাসানুজ্জামান হাসান, এবি পার্টির সাধারণ সম্পাদক মো. মুকসিতুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. শামসুজ্জামান শিবলু, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, এনসিপি এর লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ শেরপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে কার্যকরী সভাপতি রফিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে শেরপুর জেলায় দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে তা সরকারি বিধি মোতাবেক সরকারি বিভিন্ন দফতরের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। বিগত সরকারের ১৭ বছরে স্থানীয় এমপি ও মন্ত্রীদের নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ও নিজ নিজ জমিতে বহুতল ভবন নির্মাণ ছাড়া সাধারণ জনগণের জন্য আর কিছুই হয়নি। এখানে আজও প্রতিষ্ঠিত হয়নি কোনো মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়। কৃষিতে উর্বর এ জেলায় একটি কোল্ড স্টোরেজ এবং অর্থনৈতিক অঞ্চল জরুরি হলেও তা স্থাপন করা হয়নি। ব্রিটিশ শাসন আমলে জামালপুর থেকে শেরপুরে একটি রেল লাইন স্থাপনের পরিকল্পনা করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেরপুর জেলার সকল শ্রেণিপেশার মানুষ একযোগে উল্লিখিত দাবি-দাওয়া নিয়ে আগামি ১৫ মে পুরো জেলা জুড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। ওই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, অভিভাবক, শেরপুর চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময়ের অংশ হিসেবে গত সোমবার রাতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলার উন্নয়নে এসব দাবি আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে একযোগে শেরপুর প্রেস ক্লাব তথা সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।