শেরপুরের ডোবারচর গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বুলবুল আহম্মেদ : শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া মাজার সংলগ্ন গ্রামে গতকাল ১৫ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ডোবারচর বাজার ইশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা ইমরান হোসেন বাবুর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিয়নের সভাপতি আছাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুল হক। এসময় তিনি উপস্থিত উপকারভোগী শীতার্তদের বলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ব্যাংকিং কার্যক্রম সেবার পাশাপাশি আত্ম মানবেতর সেবায় সারাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য সেবা বিনা টাকায় দিয়ে যাচ্ছে গরীব ও অসহায় মানুষদের। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রতি বছরের মতো এ বছরও শেরপুর জেলার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান। এসময় অন্যান্যদের মধ্যে যমুনা ব্যাংক শেরপুর শাখার অফিসার মোঃ হেলালী আজম বিপ্লব, মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় সমাজসেবক মনির, হেলাল, কুদ্দুস, শরীফুর রহমান, লোকমান ও শাকিলসহ শীতার্ত নারী ও পুরুষগণ উপস্থিত ছিলেন।