শেরপুরে অবৈধ ইটভাটার মালিককে ৬৫ লাখ টাকা জরিমানা

বুলবুল আহম্মেদ : শেরপুর সদর ও নকলা উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনন্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় নকলা উপজেলার ৮টি অবৈধ ইটভাটা মালিককে ৪৭ লাখ ও শেরপুর সদর উপজেলার ৩ টি ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাসসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।