শেরপুর সংবাদদাতা : ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ শফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রায় ভৌমিক। এ সময় জেলা প্রশাসন ও পাট অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related Posts
কোরবানির জন্য গারো পাহাড়ে পালন করা ৩৫ হাজার গরু প্রস্তুত
- AJ Desk
- June 14, 2024
শেরপুর সংবাদদাতা : ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা দেশের উত্তরাঞ্চলীয় শেরপুর জেলার তিনটি উপজেলা গারো পাহাড় বেষ্টিত। […]
শেরপুরে বসন্ত উৎসব পালিত
- AJ Desk
- February 15, 2024
বুলবুল আহম্মেদ শেরপুর : শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজ এর আয়োজনে বসন্ত উৎসব ও পহেলা […]
নালিতাবাড়ীতে সহকারী প্রকৌশলীর সন্ত্রাসী হামলা
- AJ Desk
- February 11, 2024
বুলবুল আহম্মেদ: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপাড় এলাকায় ক্ষুদ্র সেচ প্রকল্পের একটি খাল […]