শেরপুর প্রতিনিধি : শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। গতকাল ১৯ জুলাই শনিবার দুপুরে পৌরপার্ক এলাকায় নির্মিতব্য ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গনে ১৪টি গর্জন গাছের চারা লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, স্থানীয় সরকার, শেরপুরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, শহীদ মো. মাহবুব আলমের ভাই মো. মাজহারুল ইসলামসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী
