শেরপুর সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে শেরপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২২ মে দুপুরে শেরপুর জেলা যুবদলের আয়োজনে রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সমন্বয়ক মো. সাইদুর রহমান। বিশেষ অতিথির রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সহ সমন্বয়ক-২ এডভোকেট আশরাফ জালাল খান মনন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় চলি।
শেরপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা
