শেরপুর সংবাদদাতা : জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের হল রুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে বিচারক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খেলার শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুল এর অধ্যক্ষ ইসরাত পুতুল, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুনসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, এবং ¯œাতক থেকে ¯œাতকোত্তর ও সর্বসাধারণের জন্য পৃথক তিনটি করে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
শেরপুরে নজরুল জন্মজয়ন্তীতে বই পাঠ, রচনা প্রতিযোগিতা
