শেরপুর প্রতিনিধি : নবারুণ শিক্ষা পরিবারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ পাবলিক স্কুল ও বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের গৃর্দানারায়ণপুর নবারুণ পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরষ্কার প্রদান করা হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল ও বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক খন্দকার আনোয়ার হাসান কমল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের বোর্ড সদস্য খুরশীদ আলম রিনু, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হাকিম বাবুল প্রমুখ। এসময় নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল, তরুণ চক্রবর্তী, শিক্ষক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দু’টি বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের পৃথক ৮টি করে গ্রুপে দৌড়, হাই জাম্প, লং জাম্প, হ্যামার থ্রো সহ ২৫টি ইভেন্টে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও অতিথিদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Related Posts
ঝিনাইগাতীতে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার-২
- AJ Desk
- June 8, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলায় আজ মঙ্গলবার সকালে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজনকে […]
শেরপুরে কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- AJ Desk
- February 4, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার চাঞ্চল্যকর কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিল […]
শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি
- AJ Desk
- October 8, 2024
শেরপুর সংবাদদাতা : অতিবর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বন্যাদুর্গত […]