শেরপুরে পর্যটন শিল্পের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

শেরপুর সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি বেইজড ট্যুরিজমের ওপর দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পর্যটন শিল্পের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মাজহারুল ইসলাম। ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রোগ্রাম অফিসার মোতাব্বির হোসেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান। অনুষ্ঠানটি সমন্বয়কারী হিসেবে ছিলেন মুন্না। প্রশিক্ষণে পর্যটন এলাকার আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণীর ৩০ জন অংশগ্রহণ করেন।