শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে খাবার পৌঁছে দিল এলামনাই

oplus_2

মোহাম্মদ আলী : আর্ত মানবতার ডাকে সারা দিয়ে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পৌঁছে দিল এলামনাই এসোসিয়েশন।
শুক্রবার, জেলার দুর্গত এলাকাগুলোর বিভিন্ন পয়েন্ট গিয়ে ভানবাসিদের হাতে খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছে সংগঠনটি।
জানা যায়, গেল সপ্তাহে উজানের পাহাড়ি ঢলে শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা প্লাবিত হয়। মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার মানুষ। নষ্ট হয়েছে ঘরবাড়ি, আবাদি জমি, ক্ষেতের ফসল। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, ব্রিজ কালবার্ট ইত্যাদি।
দেশের মানুষের এমন দুর্যোগ মূহুর্তে বসে থাকেনি ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। তারা তাদের সামর্থ্য অনুযায়ী যোগান নিয়ে হাজির হয়েছেন বন্যার্তদের মাঝে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পয়েন্ট বানভাসিদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, তেল পৌঁছে দিয়েছেন হাতে হাতে।
এসময় সংগঠনটির আহবায়ক ড. মুহাম্মদ শহীদ মোজাহার হোসেন মিন্টু ও সদস্য সচিব ডাঃ ফরিদ আল হাসান রিয়াদ এবং যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম খান শাহিন সহ সকল সদস্যবৃন্দ ও গগণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।