শেরপুরে বৃষ্টির জন্য ইস্তিখারার নামাজ আদায়

শেরপুর সংবাদদাতা : মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে পাপের জন্য তওবা করে ক্ষমা চেয়ে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় ইস্তিখারার নামাজ আদায় করেছেন শেরপুরের মুসল্লিরা। নামাজ শেষে দুই হাত তুলে তারা মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করেন।
গত মঙ্গলবার সকাল ১০ টায় শহরের পৌর ঈদগাহ মাঠে এ ইসতিসকা নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন স্থানীয় তেরা বাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দীক আহমাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুর রহমান, নওহাটা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, ইত্তেফাকুল উলামা নেতা মুফতি রফিকুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী প্রমুখ। এ ইস্তিখারার নামাজে হাজারো মুসল্লি অংশ নেন।