শেরপুর সংবাদদাতা : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জি.কে পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব, শাকিল মোহাম্মদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং সাঁতারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণে ৪৭ জন বালক-বালিকাদের মধ্যে যাচাই-বাচাই শেষে ২৫ জন অংশগ্রহণ করেছে। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।