শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীর জুলগাঁও নয়াপাড়ায় মজনু মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন মরদেহ উদ্ধারের তথ্যটি জানিয়েছেন।

মজনু মিয়ার স্বজন ও স্থানীয়রা জানায়, মজনু পেশায় মৎস্যজীবী। ৪ ভাইবোনের মধ্যে মজনু মিয়া একাই বাড়িতে বাস করতেন। তার বাবা জিয়ারুল হক, মা এবং বড়ভাই কর্মসূত্রে রাজধানী ঢাকার আশুলিয়া থাকেন। আর এক‌ই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন। স্মার্টকার্ড সংগ্রহের জন্য শুক্রবার সকালে ঢাকা থেকে সবাই বাড়িতে যান। মজনুর মা ছেলের খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের ধরনায় মজনুর ঝুলন্ত লাশ দেখতে পান। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন  বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।