শেরপুর সংবাদদাতা : শেরপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার খেলা। গত শনিবার শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়ার ফসলের মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন, কদমতলি এলাকার নাজমুল মন্ডল ও রবিউল মন্ডল পৃথক দুটি ইভেন্টে বিজয়ী হন। রানার আপ হন আলমগীর মন্ডল ও হাফিজুর মন্ডল । এ প্রতিযোগিতায় ৩২টি মই দল অংশ গ্রহণ করেনে । হারিয়ে যেতে বসা কৃষকের আনন্দের এ খেলাকে ধরে রাখার জন্য করা হয়েছিলো মাসব্যাপী এ আয়োজন। হাজারো কৃষক ও গ্রামের সাধারণ মানুষের আনন্দ দেয় ঐতিহ্যবাহী এই আয়োজন। সেই সঙ্গে ধরে রাখা হয় বাপ-দাদার স্মৃতিও। খেলা শেষে বিজয়ী মইয়ের মালিকদের হাতে পুরষ্কার হিসেবে গরু ও ছাগল তুলে দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মুসারফ হোসেন মুসা, মাহফুজুর রহমান মোল্লা, আয়োজক মোঃ ফারুক হোসেন ও খেলার পরিচালক আব্দুল হামিদসহ আরো অনেকে। চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুই জন ময়েল ও তিনজন ধরাল। প্রতিযোগিতার জন্য দুটি করে মই নিয়ে দাঁড়ানো হয় লাইনে। অপেক্ষা বাঁশির ফুঁ শোনার পর শুরু হয় মই নিয়ে প্রথম হওয়ার লক্ষে দৌঁড়।
Related Posts
শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি
- AJ Desk
- October 8, 2024
শেরপুর সংবাদদাতা : অতিবর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বন্যাদুর্গত […]
শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
- AJ Desk
- May 1, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী […]
নালিতাবাড়ীতে মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেফতার-৫
- AJ Desk
- June 3, 2024
বুলবুল আহম্মেদ : রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি […]