শেরপুরে সদর উপজেলা বিএনপি বর্ধিত সভা

শেরপুর সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেরপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। বক্তারা বলেন, এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোনো অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো। অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৪ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে একইদিন একই জায়গায় শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর শহর বিএনপির আওতাধীন ৯ টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়।