শেরপুরে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং ন¤œী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরজন হলো ফুটবল গোলকীপার রবিন। পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে বিল্লাল হোসেন চৌধুরীকে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুড়ালয় থেকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে। এছাড়া ফুটবল গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে। রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।