শেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বুলবুল আহম্মেদ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারি সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে শেরপুর জেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ২০ এপ্রিল রোববার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শেরপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে শেরপুর জেলার সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তাদের ৬ দফা দাবি সমূহ তুলে ধরেন। এসব দাবি সমূহের মধ্যে রয়েছে- ১নং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনস্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন। ২নং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা। ৩নং রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসা গুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। ৪নং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা-নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ। ৫নং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ। ৬নং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থাকরণ। এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ, শিক্ষক আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোছাঃ মুকলিমা খাতুন, দিদারুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে নেতৃবৃন্দ শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এসব দাবি সমূহ এক স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক তাদের দাবির স্মারকলিপিটি সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে প্রেরণের ব্যবস্থা করবেন বলে তাদের প্রতিশ্র“তি দেন।