শেরপুর তিন আসনে ক্রয়োদশ সংসদ নির্বাচনে মহিলাদের জাগ্রত থাকতে হবে : রুবেলঝিনাইগাতী সংবাদদাতা

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নিয়ে শেরপুর তিন আসন গঠিত। ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলায় জাতীয়তাবাদী ইউনিয়ন ও উপজেলা মহিলা দলের সাথে রাত দিন মতবিনিময় সভা করছেন জেলা বিএনপির সাবেক সভপতি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেরপুর তিন আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি তারেক জিয়ার পক্ষ থেকে সালাম দিয়ে ৩১ দফা বাস্তবায়নে ক্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে মহিলাদের কেন্দ্রে কেন্দ্রে জাগ্রত থাকতে হবে বলে জানান। মহিলাদের বাড়ি বাড়ি যেয়ে খালেদা ও তারেক জিয়ার ও সালাম পৌছে দিতে বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রত্যেক নেত্রী ও কর্মীকে নির্বাচনে বিশেষ ভূমিকা রেখে নির্বাচনে জাগ্রত থাকতে হবে বলে নির্দেশ প্রদান করেন। নতুনদের উদ্দেশ্যে পরিচিত হয়ে রুবেল আরো বলেন আমি এ আসনে তিনবার এমপি ছিলাম বিগত ১৭ বছরে নির্যাতন, হামলা, মামলা শেখ হাসিনার অত্যাচারে আপনাদের পাশে এসে সভা সমাবেশ করতে পারি নাই। ২০২৪ সালে ৫ই আগস্টে হাসিনা পতনের পর থেকে দুই উপজেলায় মানুষের পাশে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারছি। মহিলা দলের একাধিক নতা কর্মীরা জানান, মাহমুদুল হক রুবেল একজন জনপ্রিয় নেতা বিএনপির কারণে অনেক অত্যাচার সহ্য করে দলের হাল ধরে কর্মীদের পাশে থেকেছেন। তাকে মনোনয়ন দেয়া হলে শতভাগ নিশ্চিত শেরপুর তিন আসনটিতে বিএনপির হারানো গৌরব ফিরে এসে বিএনপির শক্ত ঘাটিতে পরিণত হয়ে বিজয় নিশ্চিত হবে বলে জানান।