শ্যামগঞ্জ কালিবাডী বাজারের পানি নিস্কাশনের ড্রেনের মূখ বন্ধ : ৮ মাস ধরে মলের পানিতে বসবাস

মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাডী বাজারের বসত বাডীতে ড্রেনের দূষিত ময়লাযুক্ত পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ৮ মাস ধরে একটি হিন্দু পরিবার ভোগান্তিতে পড়েছে। এছাড়াও বর্ষার সময় এলে ১৫টি পরিবার এই এ দূর্ভোগে পরে। বিষয়টি বারবার স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়ে কাজ না হওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থা থাকলেও ড্রেন থেকে পানি নেমে যাওয়ার মুখ বন্ধ হয়ে গিয়েছে। ড্রেনের মুখে মাটি ও ময়লা জমে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ড্রেন উপচে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বাজারে মুদি ব্যবসায়ী জগলু মোহন চৌধুরীর বাীতে ৮ মাস ধরে পানি ঢুকেছে। এছাড়াও বৃষ্টি হলেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ আশপাশে কমপক্ষে ১৫টি বসতবাড়ির লোকজকে ড্রেনের ময়লাযুক্ত পানিতে বসবাস করতে হয়। সরেজমিনে দেখা গেছে,’ বাড়ীর ভিতরের উঠানে হাটু পরিমান ময়লাযুক্ত পানি। পানি থেকে ছড়াচ্ছে তীব্র দূর্গন্ধ। ময়লা পানি জমে কালো কুচকুচে হয়েছে, পানিতে মশা ও মাছি ভনভন করছে। জগলু মোহন চৌধুরী বলেন প্রায় ৭-৮ মাস ধরে বাড়ীতে পচা পানির দুর্গন্ধে থাকা যায় না,দুর্গন্ধে এখানে আর থাকা যাচ্ছে না। খুব কষ্টে রয়েছি। আমার ভাইয়ের মেয়ে এখান থেকে চলে গিয়েছে। মশার কামড় যন্ত্রণায় আর থাকতে পারছি না। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের বারবার অনুরোধ করার করার পরেও আমি কোন সমাধান পাইনি। আরেক নারী ভোক্তভোগী বলেন, খুব কষ্টে আছি। ময়লা পানির দূর্গন্ধে থাকা যাচ্ছে না। অনেক সময় চেয়ারম্যানকে জানিয়েছি কিন্তু কোন সমাধান পায়নি। এ বিষয়ে সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন বলেন, অতি বৃষ্টির কারণে ড্রেনের মুখে মাটি পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। মাটি কিছুটা সরানো হয়েছে। ড্রেনের মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দরভাবে ড্রেন মেরামত করে দিবো আর কোন জলবদ্ধতা থাকবে না। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন,আমি আজকেই জানতে পেরেছি বিষয়টি। খোঁজ বিষয়টির সত্যতা নিশ্চিতের পর ইউনিয়ন সচিবের সাথে কথা হয়েছে। সচিব জানিয়েছে বাজারের কাজ করতে পানি নিস্কাশনের ড্রেনটি বন্ধ আছে সেটি দ্রুত ঠিক করে দিবে।