শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি

মালোশিয়া প্রবাসী মো. খোকন জমাদার মহান মে দিবস উপলক্ষ্যে এক  বিবৃতিতে বলেন , শ্রমিকদের অধিকার ও মর্যাদা  ক্রমবিকাশের এবং  প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতি বছর পহেলা মে দিবস দুনিয়াব্যাপী উদযাপন হয়ে  থাকে। আমরা এবারের মে দিবসে  বিশেষভাবে, মালোশিয়া ও বাংলাদেশের শ্রমিকদের অধিকার  ও মর্যাদা প্রতিষ্ঠা দাবি জানাচ্ছি।

শ্রমিকদের বেতন খেয়েপরে বেঁচে থাকার এবং সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহনের  উপযোগী করা হোক। বিশেষ করে গত বিশ বছর ধরে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি  পেয়েছে তাতে বেতন বৃদ্ধি না করলে তা শ্রমিকদের জীবনযাত্রার জন্য একান্তই অপর্যাপ্ত হচ্ছে। বিষয়টি মালোশিয়ার সরকার ও  বাংলাদেশের সরকার  কে বুঝতে হবে। সমাজের উচ্চশ্রেণীর বাইরের সকলের জীবনযাত্রার উপরেই বিরাট আঘাতরূপে দেখা দিয়েছে। শ্রমিকদের এবং নিম্ন আয়ের সকল মানুষের জীবনযাত্রার দিকে লক্ষ করে প্রয়োজনীয় আর্থিক পুনর্গঠনে মন দিতে হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতদিন যাচ্ছে জনজীবনে  আর্থিক সংকট তত বাড়ছে। সমস্যা সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দুই দেশের সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।