শ্রীপুরে অর্ধ শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মোঃ নুরুল ইসলাম (৫৫) এর জমিতে রোপনকৃত অর্ধ শতাধিক গাছের চারা পূর্ব শত্র“তার জের ধরে গত শনিবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া ঘরের দরজায় আগুন ধরিয়ে দিয়েছে। এ নিয়ে অজ্ঞাতদের আসামী করে ৪ মে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ নুরুল ইসলাম। এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, আমি শহরে মেয়ের বাসায় ছিলাম। কে বা কারা রাতের আঁধারে আমার জমিতে রোপনকৃত অর্ধশতাধিক সেগুন গাছ কেটে ফেলেছে। এছাড়া আমার বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে ঘরের দরজায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। আমি বিষয়টি জানতে পেরে গ্রামের বাড়িতে আসি। তবে কে বা কারা গাছ কেটেছে বা ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। আমার ধারনা জমি সংক্রান্ত বিরোধকেই কেন্দ্র করেই এই ঘটনা ঘটিয়েছে একটি প্রভাবশালী মহল। স্থানীয়রা বলেন, নুরুল ইসলাম খুবই নিরীহ ব্যক্তি। কে বা কারা এভাবে তার ক্ষতি করলো তা আমরা জানি না। তবে জমি নিয়ে তাদের একটি বিরোধ রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়সাল আতিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।