এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাউল বিতরনের পর্যবেক্ষণ ও বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল আলীম। মঙ্গলবার সকালে শ্রীপুর ইউনিয়নের ৪৪৭৮ জন কার্ড ধারীদের মাঝে এই চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মাসুম মিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল আলীম বলেন কেউ যেন অনিয়ম করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে চাউল বিতরনে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।
শ্রীপুরে ভিজিএফ চাউল বিতরন পর্যবেক্ষণ করেন পিআইও
