শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে অনিয়ম ও জটিলতার অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতি মো. আসলাম মিয়া, প্রতিষ্ঠাতা নুরল হক দাদা হুজুর, সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জুসহ অনেকে বক্তব্য রাখেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী জাল দাখিলা ও ভুয়া খতিয়ান দেখিয়ে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব দিতে গড়িমসি করে কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন। মাদরাসার জমি রক্ষায় দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা বাতিলসহ শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।