মোহাম্মদ আলী : আজকের জামালপুরসহ বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশের পর কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্র ওই স্কুল থেকে স্থানান্তর করা হয়েছে। কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র এখন কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ে! আগামী পরীক্ষাগুলো তারা সেখানে বসেই দিবে।
সোমবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।জানাযায়, মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নজরুল ইসলাম বারু সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে অন্যায় ভাবে তার স্কুলের ১শ ১১জন এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিজ স্কুলে কেন্দ্র স্থাপন করেছিলেন। একাডেমিক ভবনের কক্ষে তাদের জায়গা না হওয়ায় স্কুল মাঠে শামিয়ানা টাঙ্গিয়ে পরীক্ষা নিচ্ছিলেন তিনি। গতকাল দৈনিক আজকের জামালপুরসহ বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে এ সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসন কেন্দ্রটি স্থানান্তরের নির্দেশ দিযেছেন। কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এখন কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে।সোমবার, বিষয়টি নিশ্চিত করেছেন, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া।কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক শাহিনুর রহমান সুইট জানান, সোমবার সকাল থেকে তার স্কুলে কেন্দ্র স্থাপনের কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্র স্থানান্তরে ব্যস্ত সময় পার করছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম বারু ও তার সহকারী শিক্ষকরা।