সংসার করা হলো না জান্নাতির, বিয়ের ৫ মাসেই মৃত্যু 

রাজধানীর ডেমরার শুকুরশী এলাকায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে জান্নাতি (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। তিনি ওই এলাকার বাশার আকন্দের মেয়ে।

মৃত জান্নাতির শ্বশুর কামাল হোসেন হাওলাদার বলেন, আমার ছেলে নাজমুল হাওলাদারের সঙ্গে গত পাঁচ মাস আগে ভালোবেসে বিয়ে হয় জান্নাতির। আজ (সোমবার) সকালের দিকে আমার ছেলে কম্পিউটার ছেড়ে রাখে এবং ছেলের বউ কম্পিউটার বন্ধ করে দেয়। এই নিয়ে সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার ছেলে তার কর্মস্থল মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে যায় এবং আমিও কাজে বাইরে চলে যাই।

দুপুর ১২টার দিকে বাসায় এসে দেখি জান্নাতি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ জান্নাতি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।