বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় পরাজয় ওয়েস্ট ইন্ডিজের। মিরপুর শেরে-ই বাংলায় টাইগারদের বিপক্ষে হারের পর ভিন্ন এক মন্তব্য করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে হোপ জানালেন ঘুম থেকে উঠেও এমন উইকেটে খেলতে চাইবে না কেউ।
হোপ বলেন, ‘আমি শুধু বলব এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল। এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না। আমি শুধু এটুকুই বলতে পারি, তবে হ্যাঁ, তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’
হোপ মনে করেন ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি ভালো খেলেছে, ‘এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা, আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে, এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে।’
‘পরের ম্যাচে যখন খেলা শুরু হবে, তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই, তাহলে এই প্রথম ম্যাচে থেকে আমাদের একটা ধারণা থাকবে। তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না।’-যোগ করেন তিনি।