ভারতীয় ক্রিকেট দলে এক সময় নিয়মিত মুখ ছিলেন তিনি। কিন্তু চোট এবং মাঠের বাইরে বিভিন্ন কাজের জন্য নিজের জায়গা দীর্ঘদিন ধরে রাখতে পারেননি। ভারতের সেই মিডিয়াম পেসার প্রবীণ কুমার আবার বিতর্ক তৈরি করলেন নতুন মন্তব্য করে। এক সাক্ষাৎকারে তার দাবি, সব ভারতীয় ক্রিকেটারই নাকি মদ খান! কিন্তু স্বীকার কেউ করেন না।
এক সময় আইপিএলে নিয়মিত খেলা প্রবীণের নাম অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছে। কেউ কেউ বলেছেন তার নাকি নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে। ঝামেলাও করেন সে কারণে। কিন্তু সব দাবিকে উড়িয়ে দিয়েছেন প্রবীণ। তার কথায়, এ সব তাকে বদনাম করার অপচেষ্টা।
সাক্ষাৎকারে প্রবীণ বলেছেন, ‘ভারতীয় দলে থাকার সময় সিনিয়ররা খালি বলত, ‘মদ খাস না, এটা করিস না, ওটা করিস না’। সব সময় একই কথা বলত। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত
তাকে জিজ্ঞাসা করা হয়, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটারেরা তাকে কোনোদিন এ ধরনের উপদেশ দিয়েছেন কি না। সাবধানী প্রবীণের জবাব, `আমি কারও নাম নিতে চাই না। ক্যামেরার সামনে কারও নাম বলব না। কিন্তু পিকের বদনাম কে করত সেটা সবাই জানে।’