নিজস্ব সংবাদদাতা : ঐতিহ্যবাহী জামালপুর সরকারি আশেকে মাহমুদ কলেজের উদ্যোগে ১.০ বিতর্ক প্রতিযোগিতা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক , বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণত সম্পাদক ও জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল, আশেকে মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম প্রমুখ।
সরকারি আশেকে মাহমুদ কলেজের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা
