সরিষাবাড়ি সংবাদদাতা : “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ইং। গতকাল ১৮ আগষ্ট র ্যলী, আলোচনা সভা ও সফল মৎস্য চাষী বা খামারীদের পুরষ্কার বিতরণ পূর্বক উদ্ভোদ্য করণ মৎস্য দিবস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোহছেন উদ্দিন। উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় মৎস্য দিবস উপলক্ষে একটি র ্যালী বের করা হয়। উপজেলা পরিষদ মাঠ হতে উপজেলা নির্বাহি অফিসারের নেতৃত্বে র ্যালীটি শুরু হয়ে শেষ হয় উপজেলা কমপ্লেক্স হল রুমে। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বিশেষ অতিথি হিসেবে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন এসি ল্যান্ড লিজা রিছিল,সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা বাবু অনূপ সিংহ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ওসি রাশেদুল হাসান প্রমুখ। এ সময় সফল এক কৃষি খামারী তার বক্তব্যে বলেন একটি মা ইলিশ প্রতিবার ২ লক্ষ ৫০হাজার থেকে ২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত ডিম দেয়। এর মধ্যে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থের পর লক্ষাধিক পোনা বড় হওয়ার সুযোগ পায়। কিন্তু মৎস্য আহোরণকারিরা ঝাটকা বা ছোট ছোট পোনা ইলিশ শিকার করে।ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইলিশ উৎপাদন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে (জমিদার প্রেমনাথ রায়) পুকুরে ৪৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন হাফিজুর রহমান কাজল। মৎস্য সপ্তাহ চলবে ১৮-২৪ আগষ্ট পর্যন্ত।
সরিষাবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
