সরিষাবাড়ি সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ি উপজেলা প্রশাসন ও তৃণমূল পর্য্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতার আয়োজনে দুইদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। অত্র প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচীব জনাব প্রভাষ চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। গতকাল ২২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা-অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। উপজেলা তৃণমূল পর্য্যায় অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রশিক্ষক মামুন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সায়লা নাজনীন,পিআইও শওকত জামিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ,তথ্য আপাসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় তৃণমূল প্রায় প্রশিক্ষিত মহিলাদের প্রায় ত্রিশটি।
সরিষাবাড়িতে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
