সরিষাবাড়িতে বন্ধ জুট মিল চালুর দাবীতে মানববন্ধন

সরিষাবাড়ি সংবাদদাতা : দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য গড়ে তুলো এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধ কারখানা চালুর জোড়ালো দাবীতে জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানব বন্ধন। আলহাজ জুট মিল শ্রমিক দলের আয়োজনে সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন প্রধান সড়কের উপর ২৪ নভেম্বর রোববার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। আলহাজ জুট মিল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবর আলীর সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে গুরিত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্রমবান্ধব জননেতা ও জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। আলহাজ জুটমিল শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় মানব বন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুদলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবির তালিকদার শাহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের ভারপ্রপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম,সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার,সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক খানসহ শ্রমিক দল ও জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় অংশ গ্রহণ করেন। মানব বন্ধনে নানা শ্রেণি পেশার অসংখ্য পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। বিগত দিনে নানা অনিয়ম দূর্নীতির কারণে কর্ম মূখর সরিষাবাড়ীর বেশ কয়েকটি কারখানা বন্ধ হওয়ায় অসংখ্য পরিবার দারিদ্রতার করাল গ্রাসে নিমজ্জিত রয়েছে। বন্ধ কারখানাগুলো চালু হলে আবারও সরিষাবাড়ীতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।ঘুচবে দারিদ্রতা এমনি প্রত্যাশা সচেতন মহলের।