সরিষাবাড়িতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

সরিষাবাড়ি সংবাদদাতা : “জলাতঙ্ক নির্মূলে,কাজ করি সবাই মিলে” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্কা দিবস। গতকাল রোববার সিনিয়র উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সরিষাবাড়ির আয়োজনে আলোচনা সভা ও জলাতঙ্কা টিকা প্রদানের মাধ্যমে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। সিনিয়র উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও জলাতঙ্কা টিকা কার্য্যক্রম পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ভিএস ডাঃ সুলতান মাহমুদ। প্রথম পর্বে আলোচনা সভা শেষে পর্য্যায় ক্রমে প্রায় অর্ধশত কুকুর বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন জলাতঙ্কা টিকা কার্যক্রমে সহযোগীতা করেন। এ সময় পোষ্য কুকুর বিড়ালের মালিক গণ,সুধি মহল ও প্রাণি সম্পদ দপ্তরের প্রাণি সম্প্রসারন কর্মকর্তা, প্রাণি সম্পদ সম্পর্কিত ব্যক্তিবর্গ ও অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।