সরিষাবাড়ি সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সরিষাবাড়ি শ্রম কলল্যাণ ফেডারেশন ও উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়।
সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি পদযাত্রা ও উপজেলা পরিষদ মাঠ হতে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে পৃথক একটি পদযাত্রা বের করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের সার্বিক পৃষ্টপোষকতায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি,বিএনপি”র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা পদ যাত্রায় অংশ গ্রহণ করে। পদযাত্রাটি প্রধান সড়ক ধরে উপজেলা প্রশাসন হলরুমে গিয়ো আলোচনা সভায় মিলিত হয়। অপর দিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত পদযাত্রটি প্রধান সড়ক ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডঃ আব্দুল আওয়াল। এ সময় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মাওলানা নূরুল হক জামালী,এ্যাডঃ আমিনুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল,উপদেষ্টা প্রভাষক শামীম হোসেন সোহেলঅধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন। পথসভাটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
সরিষাবাড়িতে মহান মে দিবস পালিত
