সরিষাবাড়ীতে আইন শৃংখলা বিষয়ক সভা

সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে আইন শৃংখলা,মাসিক সমন্বয় ও পহেলা মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৬ এপ্রিল সকাল ১১ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সভা চলে বিকেল পর্যন্ত। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সভা তিনটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভায় স্ব স্ব বিভাগের কর্মকর্তাবৃন্দসহ সুধি মন্ডলীর উপস্থিতিতে আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন শৃংংখলা বিষয়ক সভায় উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সিনিয়র কৃষি অফিসার অনূপ সিংহ, স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ,ওসি চাঁদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা, পাট কর্মকর্তা, অধ্যাপক সাইদুল হাসান শিপনসহ সুধিজন উপস্থিত ছিলেন।