সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে আনুষ্ঠানিক ভাবে খাস জলাশয় ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টেন্ডার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে ১০ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন হল রুমে সকলের উপস্থিতিতে সর্ব্বোচ্চ দরদাতাকে সরকারী বিধি মোতাবেক খাস জল মহল ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার ভূমি লিজা রিছিলের সভাপতিত্বে টেন্ডার আবেদন ও জমাদানকারী সম্ভাব্য ইজারাদার ও সুধিমহলের উপস্থিতিতে জলমহল ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনূপ সিংহ,ওসি চাঁদ মিয়া,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর মহাদান ইউনিয়ন বিএনপি নেতা লাঞ্জু,সাবেক মেম্বার ইছাহাক আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মহাদান ইউনিয়নের খাস কলাশর তালতলা দহ,পোগলদিঘা ইউনিয়নের জলাশয়সহ মোট তিনটি জলাশয় ইজারা কার্যক্রম প্রাথিকভাবে সম্পন্ম হয়েছে।
সরিষাবাড়ীতে আনুষ্ঠানিক খাস জলাশয় ইজারা
