সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং দূনীতি প্রতিরোধ কমিটির পৃথক আয়োজনে দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদের পুরাতন হল রুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী আখন্দের সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাশলা নাজনীনের সভাপতিত্বে সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভা সঞ্চালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উভয় অনুষ্ঠানে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে কৃষি কর্মকর্তা অনূপ সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোজমেল হক,শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, ওসি চাঁদ মিয়াসহ বিভিন্নদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাঁচ জন জয়ীতাকে পুরষ্কৃত করা হয়।