সরিষাবাড়ী সংবাদদাতা ; জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ সকাল ১০টায় বিশ্ব নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে বিশ্ব নারী দিবসে আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম,প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান,দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীঁর,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন,ওসি চাঁদ মিয়া প্রমুখ। উপজেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নারী সংগঠন ও স্বেচ্ছাসেবীসহ সকল স্তরের নারীরা বিশ্ব নারী দিবসে আলোচনা সভায় যোগদান করেন।
সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
