সরিষাবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১ জানুয়ারি বুধবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া রাত ১২ টা ১ মিনিটের সময় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি আরামনগর বাজার, পৌরসভা, সরিষাবাড়ী রেল স্টেশন হয়ে শিমলা থেকে পুনরায় আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়৷ সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানা চপলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ, সদস্য সচিব মানিক, মিনহাজ আবেদীনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে আসা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর এই আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়া নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়ন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।