সরিষাবাড়ীতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী সংবাদদাতা : দেশের সার্বিক উন্নয়ন বাধাঁগ্রস্থ হওয়ার মূল কারণই দূর্নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা। ১৬ জুলাই সকাল ১১ টায় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্য্যালয় জামালপুর শাখায় আয়োজনে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও সরিষাবাড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী আখন্দ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন জামালপুর জেলার ডিডি আবু সাঈদ,ওসি রাশেদুল হাসান প্রমুখ। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় বিজ্ঞ বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার ও উপজেলা আইসিটি কর্মকর্তা। বিতর্ক প্রতিযোগীতায় প্রতিযোগী বিদ্যাপিঠ ছিলো বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়,সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়,চিলড্রেন হোম পাবলিক স্কুল ও সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগীতা মূল্যায়ন শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।