সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে দূর্যোগ প্রশমনে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২৫ আগষ্ট বিকেল ৩ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্য্যালয়ে দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পিআইও অফিসের আয়োজনে দূর্যোগ মোকাবেলা উপলক্ষ্যে পূর্বপ্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার। এ সময় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি অফিসার অনূপ সিংহ,উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, যুব কর্মকর্তা মাহবুবুর রহমান,সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা শারমিন, শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন,সাতপেয়া ইউপি সচীব মিজানুর রহমান,আওনা ইউপি সচীব রাসেল,মহাদান ইউপি সচীব আব্দুর রহিম,পোগলদিঘা ইউপি সচূব রফিকুল ইসলাম,পিংনা ইউপি সচীবসহ অন্যান্য সচীবগণ ও সরকারী কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দূর্যোগ প্রশমনে করণীয় শীর্ষক আলোচনা ও সকলের নিকট পরামর্শের আহ্বান রাখেন নির্বাহি অফিসার। অনাকাঙ্খিত বন্যার প্রাদুর্ভাব হলে সকলকে সতর্ক করণ এবং প্রয়োজনীয় শুকনো খাবারসহ আনুসাঙ্গিক জীবণ রক্ষাকারী সামগ্রী মজুতের প্রয়োজনীয় পদক্ষেপসহ নানা পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন উপস্থিত সভগণ।