সরিষাবাড়ীতে ভুমিকম্প ও অগ্নিকান্ড মহড়া বিষয়ক আলোচনা সভা

সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি ২০২৫ইং ভুমিকম্প ও অগ্নিকান্ড মহড়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কার্য্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ত্রাণ ও দূর্যোগ কার্য্যালয়ের কর্মকর্তা (পিআইও) শওকত জামিলের সঞ্চালনায় আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ডিভিএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা শহিদুল ইসলাম,মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দসহ অন্যান্য কর্র্কতাবৃন্দ। রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের সভাপতি অরুন কৃষ্ণ পাল ছিলেন অনুপস্থিত। আলোচনা সভা শেষে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকান্ডের জরুরি মুহুর্তে কিভাবে অগ্নিরোধ করা যায় এবং সিলিন্ডার থেকে অগ্নিকান্ড ঘটলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়।