সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ; সরিষাবাড়ীতে সাতপোয়া ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সাতপোয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
সাতপোয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলাল তরফদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক দলগুলোকে ধবংসের পায়তারা করা হয়েছে। গনতন্ত্র প্রতিষ্ঠা এবং নানা ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।