সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

সরিষাবাড়ী সংবাদদাতা : গত ১২ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে জাতির গর্বিত সন্তান বীর মুক্তুিযোদ্ধারা পপুলার মোড় ও বাউসি রেওয়ে ব্রীজের পাশে অবস্থান নিয়ে বীর দর্পে লড়াই করে পাকিস্তানী পাক হানাদার বাহিনীকে পরাজিত করে সরিষাবাড়ী মুক্ত করেন। সে দিন বেশ কয়েকজন মুক্তিষোদ্ধা হতাহত হন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও বিেেশষ দোয়া অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্প স্তক অর্পণ করা হয়। নির সঞালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহি অফিসার শারমিন আক্তার। এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃদ ও সুধি মন্ডলী উপস্থিত ছিলেন।