সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে জিতল গল

মাঠের বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এসবের মধ্যেই ইংল্যান্ডে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। এমন বাজে সময়ের মধ্যেও লঙ্কা টি-টেনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। তার ঝোড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ার টুয়ের টিকিট পেয়েছে গল মার্ভেলস।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২০ রান সংগ্রহ করে ক্যান্ডি বোল্ট। জবাবে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

গলের গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান সাকিবের। মাত্র ৮ বলে ২৯ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫। 

জেতার জন্য গল মার্ভেলসের শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩৯ রান। তখন উইকেটে আসেন সাকিব। প্রথম বলে নেন সিঙ্গেল। সেই ওভারে আরও এক উইকেট হারায় গল। আসে ৬ রান। নিজের খেলা দ্বিতীয় বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাকিব। পরের বলে দৌড়ে নেন দুই রান। নিজের খেলা পঞ্চম বলে কাউ কর্নার দিয়ে মারলেন ছক্কা। এখানেই শেষ নয়, ওভারের শেষ বলেও আরও এক ছক্কায় দলকে জয়ের কাছে নিয়ে যান সাকিব। ১২ বলে তখন দরকার ১২ রান। 

নবম ওভারে চামিন্দু বিক্রমাসিংহে ছক্কা মারার পর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সাকিবকে। পরপর দুই বলে দুই চার মেরে দলকে জিতিয়ে মাথা উচু করে মাঠ ছাড়েন এই টাইগার ক্রিকেটার।

এর আগে ক্যান্ডির হয়ে ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬১ রান করেন দলটির স্কটিশ রিক্রুট জর্জ মানজি। ১৪ বলে ৩০ রান করেন দীনেশ চান্দিমাল। এ ছাড়া নয় বলে ১৫ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাটে।