রশীদুল আলম শিকদার : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৩ ফেব্র“য়ারি) বিদ্যালয় অফিস কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সানন্দবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ১৫ ই ফেব্র“য়ারি থেকে পরীক্ষা শুরু হবে। প্রস্তুতি সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফতেহুল বারী আখন্দ। প্রস্তুতি সভায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফতেহুল বারী আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বীর মুক্তি যোদ্ধা কমান্ড শামসুল হক মাস্টার, ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জালাল উদ্দিন,মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সোহেল রানা, কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ইউপি সদস্য শাহ আলম আকন্দ, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ ও সাংবাদিক রশিদুল আলম সিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন। সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়নুল আবেদীন বলেন, এবারে ৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৮১৬ জন ছাত্র/ছাত্রী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, তার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ জানান,এ কেন্দ্র থেকে ৭টি মাদ্রাসার মোট ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ অনুষ্ঠিত হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Related Posts
মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১
- AJ Desk
- June 25, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ লালু সরকারকে (২৬) আটক করেছে র্যাব। আটককৃত […]
জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, বিচার দাবি
- AJ Desk
- June 21, 2024
জামালপুর: জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জের ধরে কোরবানি ঈদের দিন কৃষক আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে […]
জামালপুর সদরের নরুন্দী ইউনিয়নের আড়ালিয়া-দ্বাপনেশ্বর গ্রামের “রাস্তটির সংস্কার কি কখনো হবে না?”
- AJ Desk
- July 15, 2024
॥ মো: নোমান হোসাইন ॥ আমার শিক্ষা জীবন শুরু হয় আমার গ্রামের প্রাথমকি বিদ্যালয়ে। বিদ্যালয়টি […]