সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদদাতা : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে মৎস্যজীবী দল। জামালপুর জেলা বিএনপি ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শরিফপুর বাজার এলাকায় জেলা মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন করছে। নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। সরকার এতকিছুর পরও বিএনপির মনবল ভাঙতে পারেনি। বিএনপি হলো জনগণের দল। আজ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দিশেহারা হয়ে গেছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই তাই তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আগামীদিনে সবাইকে সাথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। সেই আন্দোলন সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহবান জানান তিনি।